নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ সঙ্গীয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ নৌকার পক্ষে ভোট চাইতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। কিছু সময় তিনি মেয়র প্রার্থী লিটনের সাথে গণ সংযোগে অংশ নেন এবং পরে তিনি বড়াইগ্রামের অন্যান্য আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাত-সড়ক, বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক ও আবুল কালাম জোয়ার্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডা. সিদ্দিকুর রহমান জানান, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক সুরক্ষা করার দায়িত্ব নিয়েছি। আমি নিজেই নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। তেমনি যেখানেই নৌকা নিয়ে প্রতিদ্বন্দিতা হবে সেখানেই নৌকার পক্ষে গণ জোয়ার সৃষ্টিতে গণ-সংযোগ অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) নির্বাচনী এলাকাতেও একই ভাবে নৌকা প্রতীকে গণ-জোয়ার সৃষ্টিতে সর্বাতœক সাংগঠনিক তৎপরতা চলমান রয়েছে।

