মেহের আমজাদ,মেহেরপুর
নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় সততা সংস্থায় নারীর অংশ গ্রহন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক গর্ভবতী মায়েদের নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া আক্তার জামিলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কাজী রওশন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এস.এম শফিউল ইসলাম, জেলা পাবলিক হেলথ-এর নার্স লাইলী বিলকিস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদিকা বাবলী আখতার।
