চরভদ্রাসনে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৮, ২০১৮

চরভদ্রাসনে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার-

ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় গত মঙ্গলবার সন্ধার দিকে এক কলেজ ছাত্রীর আত্ম হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।ছাত্রী সদর ইউনিয়নের বদুল্লাহ মাতুব্বরের ডাংগি গ্রামের বাসিন্দা এবং চরভদ্রাসন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষেও ছাত্রী সামনে ফাইনাল পরিক্ষা।বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  
জানা যায়,কলেজ ও প্রাইভেট শেষে বিকেলে ঐ কলেজ ছাত্রী বসায় যায়। বাসায় যাওয়ার পরে ফাইনাল পরীক্ষা সন্নিকটে থাকার কারনে মা ও বড় বোন তার সাথে রাগারাগি করে।তার কিছুক্ষন পওে তার মা ও বোন তাকে তার রুমে গলা ও হাত ধারালো বেøড দিয়ে কাটা অবস্থায় পায়।এবং ঘুমের ঔষোধের খালি প্যাকেট পায়।সাথে সাথে তারা পাশ্ববর্তী চরভদ্রাসন হাসপাতালে নিয়ে আসা হয়।এবং সেখান খেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরুন করা হয়।
ছাত্রীর মা জানান,সামনে পরিক্ষার কারনে ,না পড়াশোনা করে অতিরিক্ত মোবাইল চালানোর কারনে বড় মেয়ে একটু রাগারাগি করেন।তারপর এই অবস্থ।
ছাত্রীর ছোট ভাই বলেন,ওর কেন কিছুর অভাব নাই।কোন খারাপ অভ্যাস বা কোন প্রেম সর্ম্পকও নাই।তবে কেন যে ও এমন করল তা বুঝতে পারছিনা।
ছাত্রীর এক সহপাঠি জানান,এমনি ওকে কখনও রাগ বা অভিমান করতে দেখিনি।কোন প্রেম-ভালোবাসা নাই।মা-বোনের সাথে রাগ করে এমন করতে পারে।
এ ব্যাপারে চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক আমাদের জানান আমরা মেয়েটিকে ভালোভাবে চিনতে পারছিনা।দেখলে হয়ত চিনব।এতো ছাত্রছাত্রীর মধ্যে একজনকে চেনা কষ্টকর।

Post Top Ad

Responsive Ads Here