টাঙ্গাইলে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২০, ২০১৮

টাঙ্গাইলে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল 
টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিককে নির্যাতনের পৃতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(২০ জুলাই) সকালে শহরের কুমুদিনী সরকারি কলেজের সামনে জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কুমুদিনী কলেজ গেইট টু সুরুজ রামপুর শাখা ওই মানবন্ধন কর্মসূচি পালন করে।
কুমুদিনী সরকারি কলেজ গেইটের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, মো. সেলিম মিয়া, মো. শেখ ইলিয়াস, শামসুল আলম, আজাহার আলী, মো. বাবলু মিয়া, মো. তুহিন মিয়া, মো. নুরুল ইসলাম, আইয়ুব আলী, আনিস মিয়া, হাসান আলী, লেবু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কুমুদিনী কলেজ গেইট টু সুরুজ রামপুর শাখার শ্রমিক মো. বাবু মিয়ার উপর নির্যাতনকারীদের আগামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Post Top Ad

Responsive Ads Here