মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা কমিটি। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃষ্টি বিঘিœত আবহাওয়ার কারনে জেলা বিএনপি’র কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র অন্যতম নেতা সাবেক ভিপি ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। ইলিয়াস হোসেন মাস্টারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আজিমদ্দিন গাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান ইকবাল, সায়েম আহমেদ প্রমুখ। বক্তারা বলেন কেন্দ্রীয় ঘোষিত আংশিক কমিটি দ্রুত পুর্নগঠনের মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে হবে।

