জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুুলিশ। সোমবার রাতে টাঙ্গাইল শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনÑ বাসের চালক চাপাইনবাবগঞ্জের রহনপুর কুরিতলা গ্রামের মৃত রহিম ইসলামের ছেলে সেলিম রেজা (২৪) এবং হেলপর একই এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রহমত আলী (২৩)। এসময় তাদের কাছ থেকে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ডিমের খাচা ও পিকআপ জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সদর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান বলেন, পুলিশ রাতে খবর পায় উত্তরবঙ্গ থেকে মাদকের একটি চালান টাঙ্গাইল শহরের প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মহাসড়েক ওৎ পেতে থাকে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুরে একটি পিকআপকে শনাক্ত করে দাড়ানোর জন্য সিগনাল দেয়। পরে তারা না দাড়িয়ে তাদের গন্তব্যস্থল টাঙ্গাইল শহরে প্রবেশ করতে থাকে। পরে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে চালক এবং হেলপারকে গ্রেফতার করা হয়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে ডিমের খাচার ভিতর থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।