চরভদ্রাসনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত । - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১১, ২০১৮

চরভদ্রাসনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ।

সময় সংবাদ
নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি
          
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে ঘুওে মেইন সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গিয়ে এক আলোচনা সভায় পরিনত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সভার সার্বিক পরিচালনা করেন ডাঃ মোঃ এনামুল হক।
“ পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, মেডিকেল অফিসার ডাঃ শেখ শফিকুল ইসলাম, মাঠকর্মী নাজমা বেগম ও স্বরস্বতি মন্ডল প্রমূখ। সভাশেষে এ বছর উপজেলার পরিবার পরিবল্পনা বিভাগের শ্রেষ্ঠ সাতজন মাঠকর্মীর মধ্যে পুরুস্কার  বিতরন করা হয়।    

Post Top Ad

Responsive Ads Here