মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো,বর্তমান সভাপতি আলামিন হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর পরে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া মেহেরপুর সদর উপাজেলায় নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মদ বিজন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।