সচেতন মহলের মতে, তথ্য প্রযুক্তি প্রসারে কঠিন নীতিমালা থাকলে হয়তো মাদকের ছোবল থেকে যুব সমাজ থেকে রেহাই পাবে। এদিকে এনজিওর কাছে জিম্মি সাধারণ মানুষ। দারিদ্রতার সুযোগে মানুষের কল্যাণে সেবা ও উন্নয়নের নাম করে তারা অধিক হারে সুদ আদায় করছে।ফলে সর্বশান্ত হচ্ছে গ্রামাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ। ঋণ গ্রহিতার সামর্থ না থাকলেও যথা সময়ে কিস্তি পরিশোধ করতে হয়।
তাই আইন করে এনজিও সংস্থাগুলো ব্যাংকিং পদ্ধতিতে সহজ শর্তে দীর্ঘ মেয়াদী কিস্তি আইন চালু প্রয়োজন। সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা চালু করলে এসকল এনজিওর রাহুর গ্রাস থেকে সহজ সরল হতদরিদ্ররাই রেহাই পাবেন।

