রাঙামাটিতে দু’মাদক সেবনকারীকে এক মাসের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৭, ২০১৮

রাঙামাটিতে দু’মাদক সেবনকারীকে এক মাসের কারাদন্ড

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরে দুই মাদক সেবনকারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  কারাদন্ড প্রাপ্তরা হলো- শাকিব (৩৪) এবং এরশাদ (৩০)। 

সোমবার (১৬জুলাই) দুপুরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট  উত্তম কুমার দাশের নেতৃত্বে নিউ কোর্ট বিল্ডিং এলাকায় এ আদালত পরিচালনা  করা হয়।


ম্যাজিস্ট্রেট  উত্তম কুমার দাশ বলেন,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারায় সাকিব এবং এরশাদকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, মূলত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং এর কুফল সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে।

এসময়  জেলা প্রশাসনের  পেশকার মোঃ নজরুল  ইসলাম, অফিস সহায়ক শ্যামল চাকমাসহ জেলা পুলিশের ডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here