মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটককৃতরা হচ্ছে- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পরানপুরের মজিবর রহমানের ছেলে নয়ন আহম্মেদ ওরফে রাজু (২৮) ও মেহেরপুর বাসস্ট্যান্ডপাড়ার মৃত মীর জামান শেখের ছেলে মাহবুবুর হোসেন ওরফে রিপন (৪০)। শুক্রবার রাতে ডিবি এসআই মীর মেজবাহুর দারাইন ওই অভিযানের নেতৃত্ব দেন।
ডিবি’র ওসি শাহীনুজ্জামান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি’র অভিযানে বাসস্ট্যান্ডের নাইট বিলাশ হোটেলের সামনে গেলে আটক হওয়া দু’জন পালানোর চেষ্টা করে। ডিবি’র অভিযান দলের সদস্যরা তাদেরকে মহাসিনের চায়ের দোকানের পেছন থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে আটক দু’জনের মাদকের সাথে সম্পৃক্ততা। তারা দু’জন এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেছে বলে জানান ডিবি’র ওসি। তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে।

