মেহেরপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৯, ২০১৮

মেহেরপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরের অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন তার বাসভবন মিলনায়তনে ২৬ জনের মাঝে ১০ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত ছিলেন। যারা অনুদানের চেক পেলেন তারা হলো মেহেরপুর শহরের থানা পাড়ার সামসুজ্জোহা ৩০ হাজার টাকা, কুতুবপুরের লিয়াকত আলী ৩০ হাজার টাকা, চাঁদপুরের শাহিনা খাতুন ৩০ হাজার টাকা, মন্ডলপাড়ার মোখলেচুর রহমান ৫০ হাজার টাকা, শিবপুরের সামসুজ্জোহা ৫০ হাজার টাকা, উজলপুরের জাহান আলী ৫০ হাজার টাকা, মল্লিক পাড়ার আলমগীর হোসেন ৫০ হাজার টাকা, মহাজনপুরের নাজির আলী ৫০ হাজার টাকা, মুজিবনগরে তুষার হোসেন ৫০ হাজার টাকা, বাগোয়ানের শাহাদত ৫০ হাজার টাকা, মল্লিক পাড়ার আব্দুল হালিম ১লক্ষ টাকা, কোলার রিজিয়া খাতুন ২০ হাজার টাকা, মানিকনগরের আজিবার ২০ হাজার টাকা, বোসপাড়ার জাফর আলী ২০ হাজার টাকা, চক্রপাড়ার মাহাতাব আলী ২০ হাজার টাকা, মোনখালির আওয়াল আলী ৩০ হাজার টাকা, মুজিবনগরের অলিভিয়া মল্লিক ৩০ হাজার টাকা, ফতেপুরের সেলিনা খাতুন ৩০ হাজার টাকা, দারিয়াপুরের ফাতেমা খাতুন ৩০ হাজার টাকা, বল্লভপুরের ভাদু মন্ডল ৩০ হাজার টাকা, নুরপুরের আব্দুল মোতালেব ৩০ হাজার টাকা। খানপুরের সোনাভানু ৩০ হাজার টাকা, কাসারী পাড়ার আনোয়ারুল ইসলাম ৩০ হাজার টাকা এবং পুরন্দরপুরের শাহিনা খাতুনকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here