বড়াইগ্রামে অগ্নিকান্ডে ৭ বিঘার জমির পাট সহ বসতবাড়ি ভস্মিভূত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৯, ২০১৮

বড়াইগ্রামে অগ্নিকান্ডে ৭ বিঘার জমির পাট সহ বসতবাড়ি ভস্মিভূত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি-

নাটোরে বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের খেজুরতলা ছোরাপ সেখের বাড়িতে বুধবার দুপুর ১২টার দিকে অগ্নিকান্ডে ৭ বিঘা জমিতে উদপাদিত প্রায় ৮০ মণ পাটসহ ৮ কক্ষ বিশিষ্ট বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা ও সংবাদ পেয়ে পরে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
গৃহকর্তা  ছোরাপ সেখ জানান, কীভাবে আকস্মিক এই অগ্নিকান্ড ঘটলো তা আমার জানা নাই। তবে তিনি ধারণা করছেন, শত্রুতা বশে কে বা কাহারা এ ঘটনা ঘটাতে পারে। অগ্নিকান্ডে বারান্দা ও ৪ টি কক্ষে রাখা পাট, ঘরের সব আসবাবপত্র সহ ৮ কক্ষের সকল মালামাল পুড়ে যায়। এর ফলে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি আনুমানিক ধারণা করেছেন। 

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ক্ষতিগ্রস্থকে প্রাথমিকভাবে কিছু নগদ টাকা সহায়তা দেয়া হয়েছে।     

Post Top Ad

Responsive Ads Here