দোয়ারাবাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৯, ২০১৮

দোয়ারাবাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার নরসিংপুর বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী ছাড়াও এলাকার সর্বস্তরের জনতা অংশ নেন।

স্থানীয় ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় নরসিংপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ আলীর নেতৃত্বে ও ব্যবসায়ী নেছার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আকমল আলী তালুকদার, আবুল কালাম অনিক, ক্বারী আব্দুর রউফ, হাজী আতাউর রহমান, ডা: আব্দুস শহীদ, ছানাউর রহমান দুলাল, আজর আলী প্রমুখ। বক্তারা প্রশাসন বরাবরে নরসিংপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের উপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। 
উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যান পরিষদের সহসভাপতি, তরুন সমাজকর্মী নরসিংপুর বাজারস্থ মেসার্স শুকরিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম গত ১৪ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেলে নিজ বাড়ি নরসিংপুর বাগানবাড়িতে পৌছামাত্র  পূর্ব থেকে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের উপর্যুপরি হামলায় গুরুতর জখম হন। এ ব্যাপারে আহত রফিকুল ইসলাম আসামীদের নাম অজ্ঞাত রেখে ৩২৬, ৩০৭ ধারাসহ বিভিন্ন উপধারায় থানায় মামলা (নং-৮, তাং-১৯/০৮/২০১৮) দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আসামীদের নাম উল্লেখ না থাকলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

Post Top Ad

Responsive Ads Here