মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৯ টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে এ ঘটনা ঘটে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
জানাগেছে, ঊপজেলার শাখাহার ইঊনিয়নে পারইল গ্রামের মৃত আছাব আলীর ছেলে আব্দুল আলিম তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। এর এক পর্যায়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে ঊদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগের পর পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,শিশুটি ধর্ষণের অভিযোগ পেয়ে রাতেই ধর্ষক আলিমকে গ্রেপ্তার করা হয়েছে।