মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে তিন চাকার গাড়ি পুকুরে ফেলছে হাইওয়ে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৮, ২০১৮

মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে তিন চাকার গাড়ি পুকুরে ফেলছে হাইওয়ে পুলিশ

জসিম উদ্দিন, বেনাপোল থেকে-
সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়ক থেকে তিন চাকার সরকার নিসিদ্ধ গাড়ি পুকুরে ফেলে দিয়েছে নাভারণ হাইওয়ে পুলিশ। গত ৩ দিন ধরে যশোর-বেনাপোল, সাতক্ষীরা মহাসড়কে এ অভিযান চালানো হচ্ছে। মহাসড়ক থেকে এ সমস্ত গাড়ী আটক করে পুকুরে ফেলা হয় ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ যাবতীয় থ্রী হুইলার গাড়ী ।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া জানান, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ তিন চাকার গাড়ি। তাই তিন চাকার গাড়ি যাতে মহাসড়কে চালাচল করতে না পারে এ কারণে এই অভিনব ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি বলেন, নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনার পর মহাসড়কে তিন চাকার গাড়ি যাতে চলাচল করতে না পারে এ জন্য পুলিশের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা এসেছে। সে নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here