ড.ইফতেখার উদ্দিন চৌধুরী’র হুমকী দাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ৩০, ২০১৮

ড.ইফতেখার উদ্দিন চৌধুরী’র হুমকী দাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: স্বাধীনতার পরাজিত শত্রুরা বারবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বুদ্ধিজীবীদের উপর নানাভাবে আক্রমন করেছে। যুদ্ধকালীন সময়ে ১৪ ডিসেম্বর দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের নীল নকশা বাস্তবায়ন করে এখন দেশ স্বাধীন হলেও তারা ক্ষান্ত হননি। উন্নয়নের পথ ধরে দেশ যখন এগিয়ে চলছে ঠিক তখনি আবারো স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের বুদ্ধিজীবীদের প্রাণনাশের হুমকী দিচ্ছে।

 এটি একটি গভীর ষড়যন্ত্র অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী’র হুমকী দানকারীকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। বিজয় ৭১’র উদ্যোগে আয়োজিত ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হুমকীর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এদাবী জানান। বিজয় ৭১’র উদ্যোগে বুধবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ চেরাগী চত্ত্বরে বিজয় ৭১’র উপদেষ্টা ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংগঠনের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী টি কে সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী। সভায় বক্তারা আরো বলেন, ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে প্রাণনাশের  হুমকী দেয়া মানে স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় তার প্রমাণ। অবিলম্বে প্রশাসনকে হুমকী দানকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহ নুরুল আলম, বিজয় ৭১’র সভাপতি এডভোকেট নিলু কান্তি দাশ নিলমনি, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আর কে রুবেল, বিজয় ৭১’র স্থায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ জামাল উদ্দিন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ডাঃ মোহাম্মদ মনির আজাদ, ডাঃ মোহাম্মদ হারুন-অর-রশিদ, ডাঃ মোহাম্মদ নাছির উদ্দিন, ডাঃ এস.কে পাল সুজন, আরিফ সাইফুল্লাহ, মোঃ কুতুব উদ্দিন রাজু, ডাঃ মিনহাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা বিপ্লব দাশ গুপ্ত প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here