মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুরে অরণি থিয়েটারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সংগ্রামী জীবন ও লেখনির বিভিন্ন দিক আলোচনা সভা ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় অরণি থিয়েটারের কার্যালয়ে অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক নুর আলম, সাংস্কৃতিক কর্মী মাহাবুবুল হক মন্টু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

