মেহেরপুরে পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের প্রেস ব্রিফিং - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৮

মেহেরপুরে পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের প্রেস ব্রিফিং

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরে পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য,কামারুজ্জমান খাঁন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,মাদক ও সন্ত্রাাসী কর্মকান্ডে জড়িত সে যেই হোকনা কেন এবং যত প্রভাবশালী হোকনা কেন তাদের ছাড় পাওয়ার কোন সুযোগ নেই। 

উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সব্জি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ট্রাকের হেলপারকে  এবং ট্রাকটিকেও আটক করা হয়।
অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন মিটিং করার সময় গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়ায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের স্থানীয় পর্যায়ের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৩টি বোমা ও ৬৫টি পটকা। প্রেস ব্রিফিং-এ মেহেরপুর পুলিশের সহকারী পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপারসহ  অন্যান্য পুলিশের অফিসাররা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here