জসিম উদ্দিন, বেনাপোল থেকে- ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ হাসান আলী নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাসান আলী যশোরের খড়কি এলাকার মমিনুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের শালকোনা গাতিপাড়ায় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন খবর আসে ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হয়ে যাচ্ছে। এই সময় বিজিবি সদস্যরা বেনাপোলে শালকোনা গাতিপাড়ায় সড়কে অভিযান চালিয়ে হাসান আলী কে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৫শ টাকা। আটক স্বর্ণ ও পাচারকারী হাসান আলীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

