মেহের আমজাদ,মেহেরপুর-পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন, সড়ক দূর্ঘটনা রোধে নিজেদের সচেতন হতে হবে। তা না হলে দূর্ঘটনা রোধ করা কঠিন হয়ে যাবে।
মেহেরপুরের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপারের কক্ষে জেলা ট্রাক মালিক গ্রপের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন। এ সময় মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ট্রাক মালিক গ্রপের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, সাধারন সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ট্রাক মালিক গ্রপের সহ-সভাপতি আশরাফুল হক,যুগ্ম সম্পাদক মোস্তাক আহম্মেদ বাবু,ক্রীড়া বিষয়ক সম্পাদক সাফুয়ান আহাম্মদ রুপক, নির্বাহী কমিটির সদস্য মহাব্বত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে জেলা ট্রাক মালিক গ্রপের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

