রাঙামাটির নানিয়ারচরে লিবারেশন আর্মীর সদস্যসহ আটক-২, অস্ত্র উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ০৭, ২০১৮

রাঙামাটির নানিয়ারচরে লিবারেশন আর্মীর সদস্যসহ আটক-২, অস্ত্র উদ্ধার

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে লিবারেশন আর্মীর (বার্মা) এক সদস্যসহ দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়।


আটকৃতরা হলেন- লিবারেশন আর্মীর (বার্মা) সদস্য মংখাইন মারমা (২৮) এবং নানিয়ারচর উপজেলার অস্ত্র ব্যবসায়ী ছিদ্দিক মিয়া (৫৫)।এসময় তাদের কাছ থেকে একটি এলজি,  থ্রি নট থ্রি এবং এসএমজি (চায়না) পিস্তলের ৪২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়-  উপজেলার দূর্গম জায়গা বগাছড়ি এলাকায় লিবারেশন আর্মীর সদস্য মংখাইন অস্ত্র  বিক্রির উদ্দেশ্য স্থানীয় অস্ত্র ব্যবসায়ী ছিদ্দিকের কাছে আসে  গোপন সংবাদে এমন তথ্য পাওয়ার সাথে সাথে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযানে নেমে মংখাইন এবং ছিদ্দিককে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি অস্ত্রসহ ৪২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাস্থলে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে।জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।


Post Top Ad

Responsive Ads Here