হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার এর অভিযান ;৪ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৫, ২০১৮

হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার এর অভিযান ;৪ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

আজিজুল ইসলাম সজীব. হবিগঞ্জ-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার বিকেলে  পরিচালিত এ অভিযানে মিষ্টির মধ্যে মশা মাছি ও পোকা পাওয়ায় ফুলকলিকে ১৫ হাজার টাকা, পোড়া তেল ব্যবহার করায় পাতাকুড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ঢাকনাবিহীন খাবার রাখার দায়ে অতীথিভোজ রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা, এবং পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় ফিজা এন্ড কোংকে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মোখলেসের নেতৃত্বে গোপলার বাজার ফারি পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here