মেহের আমজাদ,মেহেরপুর-সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ৩০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মেহেরপুরের আমঝুপিতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ হামিদুল হক-এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, চাঁদবিল সি.এম.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেদ উমর (রুমি),সমাজ সেবক আজাহার আলী। স্বাগত বক্তব্য রাখেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম । এ সময় ছাত্র-ছাত্রীদের অভিবাবক মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিজন ছাত্র ছাত্রীদের প্রথম ত্রৈ-মাসিক ১৫০০/- টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম কোডিনটার এস এম আব্দুল কুদ্দুস ।

