বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৮

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:অনির্বান আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ উপলক্ষে উপজেলার বনপাড়াস্থ সমিতির সদর দপ্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দপ্তর প্রাঙ্গণে সমিতির সভাপতি ফুলবার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও  জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ, সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মোমীনুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) রাশেদুল আসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমূখ। আলোচনা সভা শেষে সেরা অবদানের পুরস্কার গ্রহন করেন বিদ্যুৎ গ্রাহক আবাসিকে মো. রফিকউদ্দিন, বাণিজ্যিকে আব্দুর রহমান, শিল্পে বনলতা রিফেক্টরী লিঃ, কর্মকর্তা হিসেবে সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) গোলাম ইখতিয়ার ও  কর্মচারী হিসেবে সহকারী হিসাব রক্ষক বিদ্যুৎ কুমার দত্ত।  
সপ্তাহ পালন উপলক্ষে সপ্তাহব্যাপী ভিডিও চিত্র প্রদর্শনী, এক অবস্থান (ওয়ান স্টপ) বিশেষ সেবা প্রদান, বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তামূলক মহড়া, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শনী, বকেয়া আদায়ে গ্রাহকদের উদ্ধুদ্ধুকরণ ও বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here