মো.শাকির আহম্মেদ: শ্রীমঙ্গল প্রতিনিধি :শ্রীমঙ্গলের চা বাগানে অস্থায়ী শ্রমিকদের মজুরি কম দেওয়ায় কারণে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন । শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ১৫ টি চা বাগানে কর্মবিরতি অংশ হিসেবে বিক্ষোভ করছে শ্রমিকরা।
মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানার অন্তর্গত চা বাগানগুলোতে ২ ঘন্টা যাবৎ কর্মবিরতি ছিল উল্লেখ্য বাগানের চা শ্রমিকদের ন্যায দাবি আদায়ের লক্ষ্যেই মালিক পক্ষকে দৃষ্টান্তমুলক ভাবে এই কর্ম বিরতির চা শ্রমিকদের নির্ধারিত মূল্যর বেতন বাড়ানো না হয় তবে এই কর্ম বিরতি প্রকল্প আরও জোর ধার করা হবে। ২ ঘন্টার কর্মবিরতি বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, স্থায়ী শ্রমিকরা বেতন, ভাতা, রেশন, উন্নত ওষুধ ইত্যাদি পেয়ে থাকে কিন্তু আমরা এই বাগানের মা বোনেরা ছেলেরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছিনা আমরা স্থায়ী শ্রমিকদের সমান কাজ করে আমাদের বেতন ৭০ টাকা আর স্থায়ী শ্রমিক দের বেতন ১০২ টাকা। এদিকে মালিক পক্ষ আজ বলছেন বেতন ৭০টাকা থেকে ৮৫টাকা বেতন বাড়াবে আমরা চাই আমাদের সুযোগ সুবিধা না দেওয়া হলে আমাদের বেতন ১০২ টাকা করতে হবে না হলে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাবো। এদিকে চা শ্রমিক নেতারা এবিষয়ে তিব্র নিন্দা জানিয়েছেন তারা বলেন, স্থায়ী শ্রমিকরা সকল সুবিধা পাচ্ছে কিন্তু অস্থায়ী শ্রমিকররা কোনো সুবিধা পাচ্ছে না আবার তাদের বেতন মালিক পক্ষ কমদিচ্ছে তাই শ্রমিরা গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছে। তারা তাদের দাবি পূরণ হলেই কর্ম বিরতি থেকে সরে আসবে। এসময় বাগার কর্তৃকপক্ষে সাথে কথা বলতে চাইলে বাগান কর্তৃক পক্ষ কথা বলতে রাজি হয় নাই।

