হবিগঞ্জ পৌর শ্রমিক লীগের সম্মেলনে
আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়নই প্রমাণ করেছে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় থাকলে বাংলাদেশ পথ হারায় না। অপরদিকে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলে। জনগণের সম্পদ লুটপাটে ব্যস্ত থাকে তারা।
শনিবার বেলা ১২টায় হবিগঞ্জ পৌর শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ কখনো পরাজিত হয়নি। মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন থেকে শুরু করে দেশের মানুষের মুক্তির জন্য কাজ করে বারবার সফল হয়েছে আওয়ামী লীগ। দেশরতœ শেখ হাাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই বাংলাদেশকে নিয়ে গেছে উন্নয়নের মহাসড়কে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রের মাধ্যমে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে চেয়েছিল দেশকে পাকিস্তান বানাতে। তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সেই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশের জনগণের স্বার্থে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। অন্যতায় দেশের উন্নয়ন ব্যহত হবে। বিএনপি-জামায়াত পুনরায় দেশকে নিয়ে যাবে পিছনের দিকে।
এ সময় হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের জনগণের সামনে তুলে ধরে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিক লীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।
হবিগঞ্জ পৌর শ্রমিক লীগ আহবায়ক ফজলু মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রউফের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আরব আলী, সিনিয়র সহ সভাপতি প্রফুল্লা চন্দ্র বৈষ্ণব, সাধারণ সম্পাক ফরিদ আহমেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, নওশের আলী, জেলা মহিলা শ্রমিক লীগ সভানেত্রী রেবা চৌধুরী, টিএন্ডটি শ্রমিক লীগ নেতা ইলিয়াছ মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন জয়নাল আবেদীন রাসেল, হবিগঞ্জ পৌর শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, রতীন্দ্র দেব, ফরহাদদ আহমদ, শাহবাজ মিয়া, খোকন মিয়া, সদস্য রুবেল শিয়া, তপন শুক্লবৈদ্য, সুমন আহমেদ, পারুল আক্তার, সেফা বেগম, মিনারা বেগম প্রমুখ।
এর আগে জাতীয় এবং দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা লীগ নেতা আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম এবং গীতা পাঠ করেন রুবেল দাশ।
