কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: ৭ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রাম নগরীর গুলজার টাওয়ার এর পঞ্চম তলায় ন্যাশনাল পিপলস পার্টি(এন পি পি)'র মত বিনিময় সভা এনপিপি চট্টগ্রাম জেলার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ডক্টর জাহেদ খানের সভাপতিত্বে এবং এন পি পি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ৮ আসনের প্রার্থী মোঃ কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম জহিরুল হক, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নূরুদ্দীন, ইঞ্জিনিয়ার ফজলুল হক, অধ্যাপক আনোয়ার হোসেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেহেতু এন পি পি তিনশত আসনে প্রার্থী দিবে। তাই এনপিপির সকল নেতা ও কর্মীদের জনগণকে সাথে নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে এগোতে হবে। উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন এনপিপি চট্টগ্রাম জেলার সহ সভাপতি দিলীপ কুমার রায়, আব্দুল হাই ছোট্টু, মোহাম্মদ মুছা, আ ন ম ফারুক। মত বিনিময় সভায় চট্টগ্রাম জেলা ও মহানগর এর সকল নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

