মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক সক্ষরতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহম্মদ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা জালালুম বাইদ, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযিম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামান প্রমূখ। আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় র্যালি ও র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।