মেহের আমজাদ,মেহেরপুর সারা দেশের ন্যায় ২০০৫ সালে মেহেরপুরেও সিরিজ বোমা হামলা হয়েছিল। ওই সিরিজ বোমা হামলার মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী কামরুল হাসান সাজাপ্রাপ্ত হওয়ার ১০ বছর পর আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছে। কামরুল হাসান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শমশের আলীর ছেলে।
গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিচারক মোহাঃ গাজী রহমান তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। ২০০৫ সালের ১৭ আগষ্ট কথিত জে,এম,বি তাদের প্রচারগত অংশ হিসাবে সারাদেশের ৬৩ টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এতে সারাদেশে আতংক ছড়িয়ে পড়ে। এঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৬্, মেহেরপুর সদর থানা। তারিখ ১৭-০৮-২০০৫। জি আর মামলা নং ৫৬। ২০০৫ সালে ঐ মামলার তৎকালীন বিচারক আলী আজগর কামরুল হাসান সহ অন্য আসামীদের ৩ বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। সেই থেকে কামরুল হাসান পালাতক ছিল। ঘটনার প্রয় ৩বছর পর মামলার রায় হয় এবং রায় প্রকাশের ১০ বছর পর কামরুল হাসান আদালতে উপস্থিত হন।