বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর বিএনপি’র উদ্যোগে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল শেষ করে প্রীতি কেক কাটেন।
পরে পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক মফিজ মৃধা ও অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার কারামুক্তি দাবি করেন পাশাপাশি সোমবার রাতে ওয়ারেন্ট বহির্ভূত থানা বিএনপি ও এর অঙ্গসংগঠণের ৮ নেতা-কর্মী আটক করায় নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে আটককৃত মুক্তি দাবি করেন।

