নতুন পরিবেশে তিনটি ডিম পেরেছে সবুজ ফনিমনসা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ০৪, ২০১৮

নতুন পরিবেশে তিনটি ডিম পেরেছে সবুজ ফনিমনসা

মো: শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি॥মৌলভীবাজারের পাহাড়ী এলাকার সেই  সবুজ ফনিমনসা সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেই ডিম পেড়েছে বলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়।গত ৩ সেপ্টেম্বর ভোরে  সাপটি একে একে তিনটি ডিম দেয় বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব।

সঞ্জিত দেব জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশির বাড়ির একটি লেবু বাগান থেকে একটি জীপে করে বেশ কিছু পাহাড়ী কলার ছড়ি শ্রীমঙ্গল বাজারে বিক্রির জন্য নিয়ে আসার পথে শহরের কালীঘাট রোডে স্থানীয়দের চোখে পড়ে গাড়িতে একটি সবুজ রং এর ফনিমনসা নরাচড়া করছে। ড্রাইভার গাড়ি থামিয়ে সাপটিকে মারতে চাইলে অসিত দেব নামে স্থানীয় এক যুবক এতে বাঁধা দিয়ে সাপটিকে ধরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব সেখান থেকে এটিকে উদ্বার করে নিয়ে আসেন তাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। পরবতীতে সাপটিকে তার সেবা ফাউন্ডেশনে অনান্য পশু পাখির সাথে রাখলে সোমবার ভোরে ফনিমনিসা সেখানে ৩টি ডিম ডেয়।বন্যপ্রাণী সেবাফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, সাপটি উদ্বার হওয়ার কয়েকদিন পর ছেড়ে দেয়ার কথা ছিলো। কিন্তু কয়েকদিন ধরে সাপটিরনড়াচড়া একটু কম দেখে তিনি ধারনা করছিলেন হয় অসুস্থ না হয় ডিম দিতেপারে।সঞ্জিত দেব জানান,  এ জাতীয় সাপ ডিম পাড়ার পড় ২৮ থেকে ৩২ দিন ডিমে তা দেয় তারা ডিম থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত অপেক্ষা করে পড়ে লাউয়াছড়া বনে সাপটিকে অবমুক্ত করবেন।

Post Top Ad

Responsive Ads Here