হাফিজুর রহমান.ভ্রাম্যমান প্রতিনিধি- ‘জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’ এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল বিদুৎ বিভাগ ও পল্লি বিদ্যুৎ সমিতি অফিসের উদ্যাগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পিডিপি নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার সূত্রধর, উপ-পরিচালক চন্দন কুমার দে, সহকারী প্রকোশলী সাহাদত হোসেন, টাঙ্গাইল জেলা বিদ্যুৎ শ্রমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’Ñ এই সে্লাগান নিয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধনবাড়ী পল্লী বিদুৎ সাব অফিসের উদ্যাগে ধনবাড়ী পল্লী বিদুৎ অফিস থেকে ধনবাড়ী পৌর শহরের ধনবাড়ী-ঢাকা মহাড়কে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহম্মাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী পল্লী বিদুৎ সাব অফিসের এজিএম মো. শাহিনুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু প্রমূখ।
এসময় ধনবাড়ী পল্লী বিদুৎ সাব অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী সহ ধনবাড়ী উপজেলার সকল দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন।

