টাঙ্গাইলে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৫, ২০১৮

টাঙ্গাইলে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলসরকার বিরোধী গুজব সৃষ্টিকারীদের কর্তৃক স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’কে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেফতার, বেসরকারী শিক্ষক কর্মচারীদের অবিলম্বে ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা কার্যকর করার দাবীতে জেলা স্বাশিপ’র উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন, জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলার স্কুল-কলেজের কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে হুমকী দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।


Post Top Ad

Responsive Ads Here