বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে ৪৭ তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৮

বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে ৪৭ তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের বেলকুচিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঐতিহ্যবাহি সোহাগপুর শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরনের মধ্যদিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোতার মধ্যেছিল বালিকাদের হ্যান্ডবল ও সাতার, বালক-বালিকাদের ফুটবল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় চ্যাম্পিয়ন দল রানার আপ দলকে পুরস্কার বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাদেব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, সোহাগপুর শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল রেজা, বেলকুচি কলেজের সাবেক ভিপি আজগর আলী প্রামানিকসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here