মেহেরপুরে ফুটবলে সদর উপজেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৮

মেহেরপুরে ফুটবলে সদর উপজেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৭ তম গ্রীস্মকালীন ফুটবলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াই । এতে আমঝুপির পক্ষে লিখন, মুন্না, ও প্রশান্ত গোল করেন। আশিক এবং জিহাদ এর কিক বারের উপর দিয়ে চলে যায়। অপর দিকে গোভীপুরের পক্ষে হাসান ও রায়হান গোল করলেও আশিক , নাইম, শামিমের কিক বারের বাইরে দিয়ে চলে যায়। এর আগে খেলায় প্রথমার্দ্ধে আমঝুপির জিহাদের একটি সট বারে লেগে ফেরত আসে। লিখন গোল রক্ষককে একা পেয়েও বলটি বাইরে মারেন। গোভীপুরের নাইম ও একটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যার্থ হলে শেষ পর্যন্ত নির্ধারিত সময় অমিমাংসিত ভাবে খেলা শেষ হয়। আমঝুপি হয়ে যারা খেলায় অংশ গ্রহন কনে তারা হচ্ছেন, লিকন,আলামিন, আশিক,রাজিব, মুন্না, শিমুল, প্রশান্ত, জিহাদ, লিখন,ইমন ও হাবিব। গোভীপুরের শামিম, আশিক, ইমন, হাসিবুল, তামিম, মাসুম, হাসান,রিমন, রায়হান, নাইম ও হাবিবুর খেলাটি পরিচালনা করেন আব্দুল কুদ্দুস। তাকে সহযোগিতা করেন ফারক হোসেন লিটন ও গোলাম জাকারিয়া। এর আগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং ফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করেন।

Post Top Ad

Responsive Ads Here