টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর জামিন না মঞ্জুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৮

টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর জামিন না মঞ্জুর

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার দেখানো মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত।

রোববার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (গোপালপুর) এর বিচারক ফারজানা হাসনাত এ আদেশ দেন।
সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল জেলা কারাগারে আনা হয়। পরে দুপুর ১টার দিকে তাকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (গোপালপুর) এ হাজির করা হয়। 
এসময় বিচারক আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে সুলতান সালাউদ্দিন টুকুকে এ মামলায় গ্রেফতার দেখান। পরে তার জামিন শুনানি হয়। জামিনের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষের কোর্ট পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ। দুপক্ষের শুনানী শেষে বিজ্ঞ আদালত সুলতান সালাউদ্দিন টুকুর জামিন না মঞ্জুর করেন এবং জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
পরে দুপুর দেড়টার দিকে আদালতের বিচারিক কার্যক্রম শেষে সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল আলাদতে হাজির করাকে কেন্দ্র করে কোর্ট চত্বরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেন প্রশাসন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রæয়ারি গোপালপুর থানার পরির্দশক আব্দুল হাই বাদী হয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রধান আসামী করে ৯৭ জনের নামে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মামলা দায়ের করা হয়।

Post Top Ad

Responsive Ads Here