কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: দ্যা ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুড্ডিস্ট (WFB) এর উদ্দ্যোগে এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ লাভ ইন এ্যাকশন (INLA) ও ইউনিভার্সেল বুড্ডিস্ট এডুকেশন ফাউন্ডেশন (UBEF) এর যৌথ আয়োজিত আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আমেরিকার ইউনিভার্সিটি অব ওয়েস্ট, লস এঞ্জেলস, ইউএসএ এর Buddhism and Business সম্মেলনে যোগদানের লক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা, চট্টগ্রাম চাপ্টারের সভাপতি ও গৃহায়ন লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া আগামীকাল ৫ সেপ্টেম্বর(বুধবার) ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর থেকে রাত ৯.৫০ মিনিটে বিমান যোগে আমেরিকায় যাত্রা করবেন।
উক্ত Buddhism and Business সম্মেলনে তিনি বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা ছাড়াও আন্তর্জাতিক বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বানিজ্যিক-দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
সম্মেলনে যোগদান শেষে অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
সময় সংক্ষিপ্ততার জন্য আমেরিকা যাত্রাকালে অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া অনেক আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের সাথে যোগাযোগ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সফলতার সাথে সম্মেলন শেষে সুস্থতায় দেশে ফিরতে সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন।

