মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাপছড়ি ইউনিয়ন ফুটবল দল ৩-০ গোলে কুতুকছড়ি ইউনিয়নকে পরাজিত করেছে।মঙ্গলবার দুপুরে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।
এর আগে একই দিন সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর উদ্ধোধন করেছেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা।এসময় রাঙামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তার, উপজেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পদক মোস্তফা কামালসহ জেলা-উপজেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।এ টুর্নামেন্টে রাঙামাটির সদরের ৬টি ইউনিয়ন থেকে ৬টি ফুটবল দল অংশ নিয়েছে। নক আউট পদ্ধতি এ টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে।

