অামাকে অার ভাত খাওয়াবেনা প্রিয় রমা মাসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৫, ২০১৮

অামাকে অার ভাত খাওয়াবেনা প্রিয় রমা মাসি


অামাকে অার ভাত খাওয়াবেনা প্রিয় রমা মাসি
অামাকে অার অাদর করে
কে বলবে অাসিফ কলা খাও
কে অামায় বলবে ও অাসিফ
অারো একটা কলা খাও।।
অামাকে  অার মায়া করে
কে বলবে ও অাসিফ তুমি অাসনা
অামাকে অার অভিমান করে
কে বলবে তুমি এখন অার অাসনা।
কে অামায় বলবে ও অাসিফ
অামাকে এখন সবাই ভুলে গেছ
কে অামায় অভিযোগ করে বলবে
সবাই বড়লোক তাই সুরে গেছ।
কে অামায় বলবে ও অাসিফ
মুডি খেয়ে যাও ভালো মুড়ি
কে অামায় বলবে ও অাসিফ
অাসিও মাঝে মাঝে অামার
বাড়ী।
কে অামায় বলবে ও অাসিফ
তুমিতো বড় হয়ে তাই অামায় ভুলে গেছ
কে অামায় অভিমান করে বলবে
অামার অাসিফ এখন অামায় ভুলে গেছ।
কে অামায় বলবে ও অাসিফ
এবারের কাত্তিনা ভাত খেতে অাসতে
কে অামায় নির্দেশে দিবে ও অাসিফ
সত্যি সত্যি কাতিনা ভাত খেতে।
কে অামায় অাদর করে বলবে
ও অাসিফ অার দুটো ভাত দিই
কে অামায় মমতা দিয়ে বলবে
দুটো করে নারকেল ভাজা দিই।
অার অামি বলি অারও কিছু
নারকিলের ভাজা অামি নিয়েছি মাসি
মনের অজান্তে ও অাসিফ ও অাসিফ
বলে ভীষণ করে দেখলাম রমা মাসির হাসি।।
কে অামায় অার অাদর করে বলবে
ও অাসিফ অামার নতুন বের হয়েছে
কে অামায় হাসিমুখে বলবে ও অাসিফ
অামার অারও ১টা বিড়ালছানা জন্মেছে।
কে অামায় ভাব জমিয়ে বলবে ও অাসিফ
অামার নতুন বইয়ের কবিতা শুনবে
কে অামায় বলবে ও অাসিফ ও অাসিফ
অামার নতুন বই বের হল তা কি তুমি কিনবে।
কে অামায় কষ্ট পেয়ে বলবে ও অাসিফ জান
অামার বিড়ালমনিরা খুব অসুস্হ।  হয়ে পড়েছে
কে অামায় কান্নাদীপ্ত কন্ঠে বলবে ও অাসিফ
অামার প্রিয় বিড়ালছানারা না খেয়ে ঘুমিয়েছে।
কে অামায় বলবে ও অাসিফ
অামি জন্মদিনে ফুল নিইনা
শুধু তোমার দেওয়া ফুলখানা
ও অাসিফ না নিয়ে পারলামনা
কে অামায় নরম কন্ঠে বলবে
ও অাসিফ অামার বই টাকা ছাড়া দিইনা
ও অাসিফ ও অাসিফ এই বইটা
কম দামী তাই তোমার থেকে টাকা নিলামনা
কে বলবে ও অাসিফ তুমি এখন অাসনা
অামাকে অার মনে পড়েনা
গরীব মানুষ তাই অামার অাসিফ
অামায় অার দেখতে অাসেনা।
কাকে অামি মাসি মা বলে ডাকব
কার কাছে অামি বলা খেতে যাব
কার কাছে কাতিনা ভাত পাব
ও রমা মাসি তোমাকে ছাড়া কেমনে থাকব।।
কে অামায় বলবে ও অাসিফ অামার
নতুন কবিতার বই থেকে কবিতা শুনবে
কে অামায় বলবে ও অাসিফ অামার
জীবনের স্মৃতিখানি কি একটু শুনবে।
ভালো থেকো ওপারে প্রিয় রমা মাসি
মৃত্যুর মাঝে হাসলে  সার্থক জনমের হাসি।।
ভালো থাকবে নিশ্চয় একাত্তরের জননী
ভালো থাকুন প্রিয় রমা মাসীমা
অাদর্শ অার ব্যক্তিত্বে মাঝে
তুমি অামাদের শ্রেষ্ঠ উপমা
শান্তিতে থেকো প্রিয় মাসীমা
অাবার অাসিও প্রিয় মাসীমা

Post Top Ad

Responsive Ads Here