বোয়ালমারীতে আনন্দ মিছিলে মনোনয়ন বঞ্চিতদের হামলা, আহত ৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৫, ২০১৮

বোয়ালমারীতে আনন্দ মিছিলে মনোনয়ন বঞ্চিতদের হামলা, আহত ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে আ’লীগের দুই গ্রæপের সংঘর্ষে আহত হয়েছে ৫জন। আহতদের মধ্যে শুভ গ্রæপের উজ্জ্বল শেখ (৪০), জাকারিয়াকে (৫০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও জামাল মাতুব্বর গ্রæপের জাবেদ মোল্যাকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। 

শনিবার রাত ৮টার দিকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

থানা সূত্রে জানা যায়, ওইদিন রাতে মঞ্জুর হোসেন বুলবুল আ’লীগের মনোনয়ন পেয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে পোয়াইল গ্রামের শুভ গাজী তার লোকজন আনন্দ মিছিল করে। আর মিছিল করার সময় উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকজন আহত হয়। এর জের ধরে রোববার সকালে জামাল মাতুব্বরের বাড়িতে শুভ গাজীর লোকজন ইটপাটকেল ছুড়ে। সেখানে শান্তিশৃংখলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। 

এ ব্যাপারে যুবলীগ নেতা জামাল মাতুব্বর বলেন, শুভ গাজী মিছিল নিয়ে আমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় আমার বাড়িতে হামলা করে। তখন আমিসহ আমার লোকজনের সাথে মারামারি বেধে যায়। শুভ গাজী সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না। 

অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, সংঘর্ষের ঘটনা শুনে আমি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। 

Post Top Ad

Responsive Ads Here