সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ, বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৫, ২০১৮

সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ, বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি  
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ায় রবিবার বিকেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

আওয়ামী লীগের মনোনয়ন মহাজোটের প্রার্থী, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়ার খবর নগরকান্দা-সালথায় প্রচার হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্দ হয়ে উঠে।  

এসময় কয়েক হাজার বিক্ষুব্দ আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা নামক স্থানে মহাসড়ক অবরোধ করে। বিকাল পাঁচটা থেকে হাজার হাজার নেতা-কর্মী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্দ নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে। 

এসময় তারা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেবার দাবী করে নানা স্লোগান দেয়। 

বিক্ষুব্দ নেতারা জানান, সংসদ উপনেতা ব্যতিত ফরিদপুর-২ আসনে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তা মেনে নেয়া হবেনা। প্রয়োজন লাগাতার মহাসড়ক অবরোধ ও হরতাল দিয়ে এ অঞ্চল অচল করে দেয়া হবে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সৈয়দা সাজেদা চৌধুরীকে বাদ দিয়ে জাকের পার্টির চেয়ারম্যানকে এ আসনে মহাজোটের প্রার্থী করা হলে তাকে মেনে নেয়া হবেনা। 

বিকেল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্দরা। পরে ঘটনাস্থলে ভাংগা সার্কেলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষুব্দদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। অবরোধ চলাকালীন সময়ে সড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।

Post Top Ad

Responsive Ads Here