ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কাজী শিবলীর উপর হামলা করেছে একদল দুবৃর্ত্ত।
রবিবার দুপুরের দিকে শহরের কোর্ট চত্ত¡র এলাকার তার নিজ আলামিন ফটোকপির দোকান থেকে মহানগর ছাত্রদলের এ নেতাকে ডেকে নেয় ১০/১৫জনের এক দল দূর্বত্ত।
পরে দোকানের সামনের রাস্তার উপর ফেলে রড, লোহার পাইপ এবং লাঠি দিয়ে বেদড়ক মারপিট করে শিবলীকে। এসময় তার আত্রচিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা এসময় শিবলী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তা কারনে সে নিজ বাড়ীতে চলে আসে।
খবর পেয়ে শহরের কমলাপুর তার নিজ বাড়ীতে কেন্দ্রীয় বিএনপির ভাইচ-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ দেখতে যান। এসময় তিনি বলেন, আগামি নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখাতেই এ হামলা করা হয়েছে। তিনি বিষয়টি জেলা প্রশাসক(রিটানিং কর্মকর্তা) এবং পুলিশ সুপারকে জানিয়েছেন বলেও সাংবাদিকদের জানান।

