ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, আব্দুর রাজ্জাক মোল্লা, খোন্দকার হুমায়ুন কবীর, ইউনূস সিকদার, ওমর আলী খান, আব্দুর রাজ্জাক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
পরে সেখানে আলোচনা সভা ও সেরা সমবায়ীদের পুরস্কৃত করা হয়।#
