ফরিদপুর প্রতিনিধি
“সবার জন্য ব্যাংকিং” এই শ্লোগান নিয়ে ফরিদপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৫৯তম শাখার শুভ উদ্ধোধন করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের থানা রোডের লী প্লাজায় ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলামসহ তিন শাখার ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে ফিতা কেটে এর উদ্ধোধন করেন।
এর আগে সেখানে এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারি মজিবর রহমানের সভাপতিত্বে গ্রাহক মত বিনিময় সবা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম, ফরিদপুর গোয়ালচামট শাখার ম্যানেজার শহিদুল ইসলাম, রাজবাড়ী শাখার ম্যানেজার তালুকদার হুমায়ন কবির, কানাইপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম।
বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকটির কর্মকর্তারা বলেন নতুন এক ভাবনা নিয়ে দেশে শুরু হয়েছে এজন্ট ব্যাংকিং। যা এখন ব্যাংক সেবায় আমূল পরিবর্তন এনে দিয়েছে দেশজুরে।
