চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস-২০১৮ উদযাপিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৫, ২০১৮

চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস-২০১৮ উদযাপিত

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার-                                       ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে রোববার  সকাল ১০ টায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও তারপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন।
উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান এর সার্বিক পরিচালনায় সভায় “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ মূল প্রতিপাদ্য বিষয় ভিত্তিক অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,চরভদ্রাসন প্রেস ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন হাট-বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা প্রমুখ।





Post Top Ad

Responsive Ads Here