ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের নিয়ে দিনব্যাপী ব্লক পর্যায়ে কৃষক সেবা ও কৃষক ক্লাব স্থাপন বিষয়কের উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদ অফিসের আয়োজনে ও জাইকার সহযোগিতায় এই প্রশিক্ষন প্রদান করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী প্রভাংশ সোম মহানের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাত্তিক চন্দ্র চক্রবর্তী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারন আফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক অফিসার মোসলেম উদ্দিন, উপজেলা ডেভোলপমেন্ট সহায়ক আব্দুর রউফ প্রমুখ।
প্রশিক্ষন কর্মসূচিতে দিনব্যাপী উপজেলার ১২০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের নিয়ে দিনব্যাপী ব্লক পর্যায়ে কৃষক সেবা ও কৃষক ক্লাব স্থাপন বিষয়কের উপর প্রশিক্ষন প্রদান করা হয়।

