ফরিদপুরে সাংবাদিকদের নিযে কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২৪, ২০১৮

ফরিদপুরে সাংবাদিকদের নিযে কর্মশালা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার কর্মরত ৫০জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। 

উন্নয়নের অগ্রযাত্রায় সরকারী আইন সেবায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ফরিদপুর জেলা লিগ্যাল এইড।      

শনিবার সকাল সাড়ে ১০টা হতে দুপুর পর্যন্ত ফরিদপুর লিগ্যাল এইডের আয়োজনে জেলা জজের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর লিগ্যাল এইডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাসানুজ্জামানসহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট, সিনিয়র জজ, সাংবাদিক, আইনজীবি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি।      

কর্মশালায় লিগ্যাল এইডের বিভিন্ন বিনামূল্য আইনগত সেবা সূমহ নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। যাতে করে এই সব আইনগত সেবা সাধারন মানুষের দৌড় গোড়ায় পৌছানো যায় অতি সহজে।  

Post Top Ad

Responsive Ads Here