নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি-আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সকল সংগঠন। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, মো. নিজাম উদ্দিন, মো. মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুস সবুর, মো. আব্দুল আলীম দুলাল, সৈয়দ মো. নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ন কবীর, সদস্য ফরিদুর রহমান ফরিদ , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুন, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান তুহিন, আল-মামুন, মো. রাজীব আহমেদ প্রমূখ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আরও বলেন, যারা নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচন করবেন তাদের দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সদর বাজার পরিভ্রমন করেন।

