জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ ইলিয়াস হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক ইলিয়াস হোসেন পুটখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় পুটখালী উত্তর পাড়া থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ ইলিয়াস হোসেনকে আটক করে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক ইমরান উল্যাহ সরকার আটক মাদকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়েছে।

